আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলা, নিহত ৩২

|

সংগৃহীত ছবি

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের এক শিয়া মসজিদে বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। খবর আলজাজিরার।

শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের সময় কান্দাহার শহরের কেন্দ্রে অবস্থিত মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে ৪৫ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

তালিবান মুখপাত্র বিলাল কারিমি বলেন, ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার কারণ উদঘাটন করা যাবে বলে আশা করা যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি তবে এটি আত্মঘাতি বোমা হামলা হতে পারে।

ইসলামিক স্টেটের শাখা আইএস খেরাসানকে প্রাথমিকভাবে এই হামলার বিস্ফোরণের জন্য সন্দেহ করা হচ্ছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো সঠিক বা সরকারি প্রতিবেদন পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার দেশটির উত্তরের কুন্দুজ শহরে জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়। মার্কিন বাহিনী চলে যাওয়ার পর এটিই ছিল সবচেয়ে মারাত্মক হামলা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply