চীনে সরকারি চাপে কোরআনের অ্যাপ বন্ধ করে দিয়েছে অ্যাপল

|

অ্যাপটি সরিয়ে নেয়ার ফলে চীনে অ্যাপল ব্যবহারকারীরা ডিভাইসে কোরআন পড়তে পারবেন না। বিবিসির ছবি।

চীন সরকারের চাপে নিজেদের অ্যাপ স্টোর থেকে পবিত্র কোরআনের একটি অ্যাপ সরিয়ে নিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।

এর ফলে চীনে অ্যাপলের ডিভাইস ব্যবহারকারীরা অ্যাপে কোরআন পড়তে পারবেন না। কোরআন মাজিদ নামের ওই অ্যাপটির লাখ লাখ মুসলমান ব্যবহারকারী রয়েছেন বিশ্বজুড়ে। এছাড়া অ্যাপটির রিভিউ করেছেন আরও প্রায় দেড় লাখ ব্যবহারকারী। শুধু চীনেই প্রায় সাড়ে তিন কোটি মানুষ অ্যাপটির মাধ্যমে কোরআন পড়েন।

চীন সরকারের আপত্তির মুখে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান পিডিএম অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলে অ্যাপটি। তবে চীন ঠিক কী কারণে কোরআন সরিয়ে নিতে চায় এ বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি দেশটির সরকারের কর্মকর্তারা। কোরআনের অ্যাপ সরানোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপলও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply