ইন্দোনেশিয়ার বালিতে ভূমিকম্প, নিহত ৩

|

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালিতে ৪ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবারের (১৬ অক্টোবর) এই ভূমিকম্পে প্রাণ গেছে ৩ জনের। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭ জনকে।

কর্তৃপক্ষ জানায়, ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট হয় এই কম্পন। স্থানীয় সময় রাত ২টার দিকে ভূমিকম্প হওয়ায় হতাহতের সংখ্যা বেশি বলে জানায় কর্তৃপক্ষ। এরপরই আরও একটি আফটার শক অনুভূত হয়। পর্যটন কেন্দ্র হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলটিতে। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজ শুরু করে কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply