হল খোলার আগে শিক্ষার্থীদের জন্য করোনার টিকা প্রদান কার্যক্রম চালু করলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্ট। শীঘ্রই আগের মতো ক্লাসরুমে পাঠদান কার্যক্রম শুরু করার অংশ হিসেবেই চালু করা হলো শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম।
শনিবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকরাও।
প্রথম দিনে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের ৩০০ জন শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। আগামীকাল থেকে ওই দিন এই দুই বর্ষের সাথে ভ্যাকসিন পাবে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও। ভিসি জানালেন, বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ২৫ অক্টোবর। এর আগে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করতে চান তারা।
তবে টিকা নেয়ার জন্য শিক্ষার্থীদের সাথে আনতে হচ্ছে টিকা কার্ড ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র।
Leave a reply