টাঙ্গাইলে ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলা

|

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের বাজারের পাশে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের চার নেতা আহত হয়েছেন।

শনিবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে। পরে আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন, হাবলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইশরাক আল হোসাইন (২৪), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সৌমিক (২০), সদস্য ছাব্বির (২৩) ও সানী (২২)।

আহতদের অভিযোগ, হাবলা ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী তাদের আধিপত্য বিস্তার করার জন্য বেশ কিছুদিন যাবত আমাদের উপর হামলা করার চেষ্টা করে। আজকে মোটরসাইকেল নিয়ে হাবলা বাজারের কাছাকাছি আসলে হঠাৎ হাবলা ইউনিয়ন বিএনপির ২ নং সাধারণ সম্পাদক আব্দুস সবুর মিয়ার নেতৃত্বে ছাত্রদলের নাজমুল, কাউসার, আলী আকবর, সিয়াম তাদের উপর হামলা চালায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম সজিব জানান, বাসাইল উপজেলার হাবলা থেকে চার ছাত্রলীগ কর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাদের শরীরে কিছুটা বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে। ৩ জনের মাথা এবং হাতে দা দ্বারা কোপানোর ফলে জখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বেডে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনূর রশিদ বলেন, আমি শুনেছি ঘটনাটি। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply