সৌদি সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনে ১৬০ জন নিহত

|

ছবি: সংগৃহীত।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় ইয়েমেনের পূর্বাঞ্চলের মারিব প্রদেশে অন্তত ১৬০ জন নিহত হয়েছে ও ১১ টি সামরিক যান ধ্বংস হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এমন এক তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের আবদিয়া জেলায় ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ১৬০ সদস্য নিহত হয়েছেন। হুথিদের লক্ষ্য করে আবদিয়া জেলায় ৩২টি অভিযানে হুথিদের ১১টি সামরিক যান ধ্বংস হয়েছে।

শিয়াপন্থী হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা শুরু করেছে। ইয়েমেনের মারিব প্রদেশ দখলমুক্ত করতে গত সপ্তাহে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০০ জন হুথি সদস্য নিহত হয়।

প্রসঙ্গত, হুথি বিদ্রোহীদের হামলার মুখে ২০১৫ সালে সৌদি-সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply