সুনীল ছেত্রির জোড়া গোলে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী নেপালকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। এর মাধ্যমে ১৯৯৩ সালে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসরে রেকর্ড ৮ম বারের মত শিরোপা জিতলো দেশটি। ফলে এর আগে সর্বশেষ ২০১৫ তে সাফ চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত।
ফাইনালে গোল করে ফুটবলের আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন সুনীল ছেত্রী।
আগের ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান তিনি। আজ ফাইনালে এক গোল করে মেসির জাতীয় দলের হয়ে ৮০ গোলের কীর্তি স্পর্শ করলেন ছেত্রী।
এবারের ফাইনালে ভারতের বিপক্ষে যেন দাঁড়াতেই পারেনি প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নেপাল। আক্রমণ ও বল দখলে পুরোটা সময়ই একক আধিপত্য ধরে রেখেছে রেকর্ড আটবারের চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে ৬৩ শতাংশ সময় বল দখলে রাখা ভারত গোলমুখে শট নিয়েছে মোট ১৯টি, যার ৮টি ছিলো অন টার্গেট।
Leave a reply