যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু ছালা মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সেখানে খাবার সরবরাহকারী হিসেবে কাজ করতেন।
দি সান’র প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় শনিবার (১৬ অক্টোবর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আবু ছালা মিয়া (৫১) ই-বাইকে করে গ্রুবহাব নামক একটি প্রতিষ্ঠানের অধীনে খাবার সরবরাহের কাজ করতেন। ছিনতাইকারীরা প্রথমে তার মুখে ঘুষি মারে। পরে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পুলিশ আহত ছালাকে বেলভিউ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, ছালা মিয়া একটি ই-বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় ছিনতাইকারীরা তাকে থামান এবং তার বাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এক পর্যায়ে হামলাকারী একটি ছুরি বের করে তাকে আঘাত করে।
Leave a reply