দেশে ফিরেছেন এ্যানি, মেহেদি, স্বর্ণা

|

নেপালে বিমান দুর্ঘটনায় আহত মেহেদি হাসান, কামরুন্নাহার স্বর্ণা এবং আলিমুন্নাহার এ্যানিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।

কিছুক্ষণ আগে বিমানের একটি ফ্লাইটে দেশে পৌঁছেছেন তারা। এই তিনজনকে ঢাকার ইউনাউটেড হাসপাতালে চিকিৎসা দেয়া হবে। এর আগে গতকাল বাংলাদেশে আনা হয় আহত শেহরিন আহমেদকে। তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এদিকে, নেপাল বিমান দুর্ঘটনার নিহতদের ময়নাতদন্ত বিকেল পাঁচটার মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। বলেছেন, রোববারের মধ্যে মরদেহ শনাক্ত করা সম্ভব হবে।

আগামী সোম-মঙ্গলবারের মধ্যে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা সম্ভব হতে পারে বলে জানান নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। দুপুরে, কাঠমান্ডুতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা।

অন্যদিকে নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতার জন্য আজ দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান-উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply