রোহিঙ্গাদের জন্য জরুরি ৯৫ কোটি ডলারের আবেদন জাতিসংঘের

|

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ৯৫ কোটি ডলারের জরুরি অর্থ সহায়তা চেয়েছে জাতিসংঘ। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা দান এবং ন্যূনতম চাহিদা পূরণে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান সংস্থাটি।

শুক্রবার জেনেভায়, একটি যৌথ কর্মপরিকল্পনা প্রকাশ করে জাতিসংঘের শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআর এবং অভিবাসন সংস্থা আইওএম।

সংস্থা দু’টোর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এবং উইলিয়াম সুইং বলেন, রাখাইনে সেনা নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা ৯ লাখ রোহিঙ্গা এবং তাদের আশ্রয় দেয়া সাড়ে তিন লাখ বাংলাদেশিসহ মোট সাড়ে ১২ লাখ মানুষকে দেয়া হবে এ সহায়তা। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আগেই এ অর্থ প্রয়োজন বলেও জানান তারা। অর্থের ৫৪ শতাংশ ব্যয় করা হবে খাদ্য-পানি-স্যানিটেশন ও অন্যান্য মৌলিক সুবিধা প্রদানে; শুধু খাদ্যের জন্যই দরকার হবে মোট অর্থের ২৫ শতাংশ।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply