বাংলাদেশ সশস্ত্র বাহিনী গত ১৩ বছরে যথেষ্ট শক্তিশালী হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাহিনীর সদস্যরা জঙ্গিবাদ, প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বুধবার (২৭ অক্টোবর) সকালে মুজিব রেজিমেন্ট ও রশন আরা রেজিমেন্টের নিকট নতুন পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ ২০৩০ সালের ফোর্সেস গোল অনুযায়ী চলছে। বাহিনীর সদস্যদের বিজয়ী জাতি হিসাবে সব সময় মাথা উঁচু করে চলতে আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়া সেনাবাহিনীকে আরও যুগোপযোগী করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বাহিনীর প্রয়োজনে ট্যাঙ্ক কেনাসহ আধুনিকায়নে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান।
ইউএইচ/
Leave a reply