বুধবার রাতে অগ্নি-৫ নামে ৫০০০ কিলোমিটার পাল্লার একটি অত্যাধুনিক পরমাণু হামলায় সক্ষম একটি
স্থল-মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনকে কড়া বার্তা দিতেই এই আয়োজন।
ভারতীয় সময় বুধবার রাত ৭ঃ৫০-এ ক্ষেপণ করা হয় ভারতের ওড়িশা রাজ্যের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে।
উল্লেখ, এই মিসাইলটি ‘মহাদেশীয় মিসাইল’-এর ক্যাটেগরিভুক্ত। যা মূলত আলোচনায় এসেছে তার নিঁখুত নিশানা ও ত্রি-স্তরী সলিড ইঞ্জিনের জন্য। এটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।
এর আগে পরমাণু হামলার জন্য সাবমেরিন-ভিত্তিক অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে ক্ষেপণ-উপযোগী মিসাইল পরীক্ষা করেছে ভারত। তবে সেগুলোর কোনোটারই পাল্লা অগ্নি-৫’র মত এত দীর্ঘ ছিল না। ২০১২ সালেও একবার অগ্নি-৫ এর পরীক্ষা চালিয়েছিল ভারত।
তবে নিতান্তই দরকার পড়লে ন্যুনতম সমরাস্ত্র ব্যবহারের যে প্রতিরক্ষা নীতি ভারতের, যেখানে বলা হয়েছে ‘প্রথম আক্রমণ নয়’, সেই নীতিই মানা হবে এই মিসাইলটি ব্যবহারে। অর্থাৎ চীনকে বার্তা দেয়ার উদ্দেশ্য থাকলেও আগ বেড়ে মিসাইলটির ব্যবহারে যাবে না ভারত। সূত্র এনডিটিভি।
Leave a reply