কোচ ছাঁটাই করেও ভাগ্যের হেরফের হলো না বার্সার

|

ছবি: সংগৃহীত

গত ম্যাচে রায়ো ভায়োকানোর বিরুদ্ধে পরাজয়ের পরই কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করে বার্সা বোর্ড। তবে কোচ ছাঁটাই করলেও ভাগ্যের খুব একটা হেরফের হলো না বার্সার। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এবার আলাভেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি।

ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচ সের্হিও বারহুয়ানের অধীনে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ভাঙ্গে ডেডলক। জর্দি আলাবার অ্যাসিস্ট থেকে ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই ৪৯ মিনিটে নাম তোলেন স্কোর শিটে। কিন্তু সমতায় ফিরতে মাত্র তিন মিনিট সময় নেয় আলাভেস। ৫২ মিনিটে স্প্যানিশ উইঙ্গার লুইস রিওহার গোলে সমতায় ফেরে দলটি। এরপর ম্যাচে আর কোন গোল না হওয়ায় ১ পয়েন্ট নিয়ে তুষ্ট থাকতে হয় বার্সেলোনাকে।

বিগত তিন ম্যাচের একটিতেও না জেতায় বার্সা বর্তমানে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নয় নম্বর স্থানে রয়েছে। অন্যদিকে, ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply