সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া

|

ফাইল ছবি

সুস্থ হয়ে উঠছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বিকেলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসমূহ পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আরও জানান, এখন হাসপাতালের কেবিনে আছেন বিএনপি চেয়ারপারসন। হাসপাতাল এবং মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন তিনি। খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার প্রমুখ নিয়মিত হাসপাতালে বেগম জিয়ার পাশে থাকছেন।

গত ২৪ অক্টোবর লন্ডন থেকে ঢাকায় আসেন সিঁথি। গত ৯ অক্টোবর থেকে টানা কয়েকদিন ধরেই খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা ওঠানামা করছিলো। এর প্রেক্ষিতে গত ১২ অক্টোবর তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আর, গত ২৫ অক্টোবর বেগম জিয়ার শরীর থেকে নেয়া টিস্যুর বায়োপসি করা হয়। গতকালই বায়োপসি রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে এসে পৌঁছায়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, ৭৬ বছর বয়েসী খালেদা জিয়া বহুবছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply