শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয় গেল ৪ বছরে ৬৬০টি সুযোগের ১২৪টি হাত ছাড়া করেছে বাংলাদেশ। আর এর ফলে কমেছে ম্যাচ জয়ের হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ১০ ক্যাচ মিসে ফুটে উঠেছে মুশফিক-রিয়াদদের হতশ্রী পারফরম্যান্স। সুপার টুয়েলভের ৩ ম্যাচে হারের পেছনে সবচেয়ে বড় কারণ এই ক্যাচ মিস।
চলতি বিশ্বকাপে প্রথম ৬ ম্যাচে ১০টি ক্যাচের সুযোগ হাতছাড়া করে মুশফিক-রিয়াদ-লিটনরা। এখনও পর্যন্ত ২ ক্যাচ মিসের এই তালিকার সবার ওপরে লিটন দাস ও শেখ মেহেদী। হাত ফসকেছে সাকিব-আফিফ-মুশফিক-রিয়াদ-তাসকিন-মোস্তাফিজের। যে মিসের খেসারত পুরো আসরে বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ।
শুধু বিশ্বকাপে নয় ক্যাচ মিসের মহড়া চলে আসছে আগে থেকেই। গেল ৪ বছরের পরিসংখ্যান বলছে ১০২ ম্যাচে বাংলাদেশকে ৬৬০টি ক্যাচের সুযোগ তৈরি হয়। তবে এর মধ্যে ৫২৬টি ক্যাচ নিয়েছে সাকিব-মুশফিকরা। সুযোগ হাতছাড়া হয়েছে ১৩৪টি ক্যাচে। ক্যাচ নেওয়ার রেশিও ৩ দশমিক ৯। ক্যাচ মিসের শতকরা হার ২০ দশমিক ৩। এর মধ্যে ২০২১ সালে ৩৩ ম্যাচ খেলে ২২৯টি সুযোগ পায় বাংলাদেশ। তবে ১৮২ ক্যাচের বিপরীতে ৪৭টি সুযোগ হাতছাড়া করে।
৩ ফরম্যাটের ক্রিকেটে এই মৌসুমে সবচেয়ে বেশি ৫৫ ক্যাচের সুযোগ হাত ছাড়া করা শ্রীলঙ্কার পরই ৪৭ ক্যাচ মিসে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ক্যাচ নেওয়া ও ছাড়ার রেশিওতে শ্রীলঙ্কা ও ভারতের ওপরে অবস্থান বাংলাদেশের।
লম্বা এই সময়ে দলের সাথে কাজ করেছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। তবে সুযোগ হাতছাড়া করার অভ্যেসটা বদলাতে পরেননি তিনি। এতে করে হাতছাড়া হয়েছে বহু ম্যাচ।
Leave a reply