আদৌ কতটা সফল হবে কপ-২৬ সম্মেলন?

|

ছবি: সংগৃহীত।

জলবায়ু পরিবর্তন প্রতিরোধে কপ-২৬ সম্মেলনে বিশ্বনেতা-রাষ্ট্র প্রধানদের পর্ব শেষ। আগামী দু’সপ্তাহ চলবে আলোচনা। তবে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসকোয় অনুষ্ঠিত এই বিশাল সম্মেলনের সাফল্য নিয়ে শঙ্কা থেকেই যায়।

সম্মেলনে চীন ও রাশিয়া অংশ না নেয়ায়, চুক্তি বাস্তবায়নের জায়গাটাও ফাঁকা। জাতিসংঘ এবারের সম্মেলনে বলেছে, ধরিত্রী বাঁচানোর শেষ প্রচেষ্টা করছে তারা। অথচ, আয়তন ও জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় দুটি দেশ অনুপস্থিত।

যদিও এই সম্মেলনে রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত না হলেও পাঠানো হয়েছে প্রতিনিধি। তবে জলবায়ু সম্মেলন নিয়ে এই দু’টি বৃহৎ রাষ্ট্রের কিছুটা অনাগ্রহ স্পষ্ট। অথচ জলবায়ুর বিরূপ পরিবর্তনে বড় ভূমিকা রাখা দেশগুলোর মধ্যে এই দুটি দেশ আছে প্রথম সারিতে।

অবশ্য, চীন ও রাশিয়ার অনুপস্থিতির সুযোগ নিয়ে শত্রু দেশ দু’টিকে কটাক্ষ করতে ছাড়েননি বাইডেনও। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, জলবায়ু সম্মেলনের কার্যকারীতা কি শুধু এই কাদা ছোঁড়াছুঁড়িতেই সীমাবদ্ধ থাকবে? বিশ্ব নেতারা তাদের লক্ষ্য অর্জনে আদৌ উল্লেখযোগ্য পদক্ষেপ কি নেবেন? প্রশ্নের উত্তর বলে দেবে সময়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply