টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ অভার পর্যন্ত লড়াই করেও ১৬ রানের ব্যবধানে হেরেছে স্কটল্যান্ড। নিউজিল্যান্ডের ১৭২ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কটিশরা সংগ্রহ করে ১৫৬ রান।
স্কটল্যান্ডের ইনিংসে মার্টিন গাপটিলের মতো একক কোনো নায়ক ছিলেন না। বরং ব্যাট হাতে অবদান রেখেছেন সবাই। বড় রান তাড়া করতে নেমে কাইল কোয়েটজার ও জর্জ মান্সি শুরু করেছিলেন তেড়েফুঁড়েই। ১১ বলের মধ্যেই ৪টি চারের সাহায্যে ১৭ রান তুলে ফেলা স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার ফিরে যান ট্রেন্ট বোল্টের শিকার হয়ে। ম্যাথু ক্রসকে নিয়ে ভালো এগোচ্ছিলেন জর্জ মান্সি। অ্যাডাম মিলনের করা এক ওভারের প্রথম ৫ বলে টানা বাউন্ডারি হাঁকান ম্যাথু ক্রস। এই দুজনের ৩১ বলে ৪৫ রানের জুটিতে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের কপালে দুয়েকটা ভাঁজও বোধহয় পড়েছিল তখন। তবে ইশ সোধির বলে জর্জ মান্সি ফিরে গেলে কিছুটা যেন হাঁপ ছেড়ে বাঁচে কিউইরা। আর সাউদির বলে বোল্ড হয়ে ২৭ রান করা ম্যাথু ক্রস ফিরে গেলে আবারও শক্তভাবেই ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠা করে কেন উইলিয়ামসনের দল।
ম্যাকলয়েড ১২ এবং রিচি বেরিংটন ২০ রান করে আউট হন। কিন্তু এই জুটিতেই ১০০ রান পেরিয়ে যায় স্কটিশরা। এরপরই শুরু হয় মাইকেল লিস্ক ও ক্রিস গ্রিভসের জুটি। ২৬ বলে ৫০ রান আসে অবিচ্ছিন্ন এই জুটিতে, যার মধ্যে ২০ বলে ৪২ রান করেন মাইকেল লিস্ক। ৩ চার ও ৩ ছয়ে লিস্কের এই বিলম্বিত ঝড়ে লক্ষ্যের অনেক কাছে গেলেও, শেষ পর্যন্ত জয়টা থেকে যায় অধরাই।
এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৫ উইকেট ১৭২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ৬ চার ও ৭টি বিশাল ছয়ে ৫৬ বলে ৯৩ রানের ম্যামথ ইনিংস খেলা গাপটিলই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
Leave a reply