ইউক্রেন সীমান্তে ৯০ হাজার সৈন্যের এক সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া বলে অভিযোগ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। প্রশিক্ষণের জন্য আনা এসব রাশিয়ান সৈন্যকে এখনও ইউক্রেন সীমান্ত থেকে না সরিয়ে নেয়ায় সীমান্তের নিরাপত্তা নিয়ে চিন্তিত ইউক্রেন। অপরদিকে রাশিয়ার দাবী, নিয়মিত সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবেই সেনা সমাবেশ করা হয়েছে সীমান্তে।
গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) ইউক্রেন সীমান্তে এক বিশাল সামরিক মহড়ার অংশ হিসেবে ৯০হাজার সৈন্যের এক বিশাল সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। জানা গেছে, সেনাবাহিনীর পাশাপাশি এ মহড়ায় অংশ নিয়েছে রাশিয়ার বিমান বাহিনীও।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া শেষ হলেও রাশিয়ান আর্মির ৪১তম ইউনিটটি সীমান্তের ১৬০ মাইলের মধ্যেই অবস্থান করছে। সেখানে রাশিয়ান বিমান বাহিনীর সদস্যদের যোগ দেয়ার কথাও জানিয়েছে তারা।
Leave a reply