অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ দিয়েছেন সমস্যার ফিরিস্তি। ব্যাটিংয়ে সমস্যা, মনোসংযোগে সমস্যা, পেশাদারিত্বের একগাদা সমস্যা থেকে শুরু করে আছে কৌশলগত একাধিক সমস্যা নিয়েও বললেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় প্রথমেই বলেন, যখন পারফরমেন্সই এমন, তখন খুব বেশি কিছু বলার থাকে না। অনেকগুলো জায়গায় উন্নতি করতে হবে আমাদের; বিশেষত ব্যাটিংয়ে। যেসব উইকেটে আমরা খেলেছি তার প্রায় সবগুলোই ছিল ব্যাটিং উপযোগী। দেশে ফিরে আমাদের খুঁজে বের করতে হবে ঠিক কোন কোন জায়গায় ভুলগুলো হয়েছে আমাদের।
তারপরই কৌশলগত কিছু সমস্যার কথা সামনে আনেন মাহমুদউল্লাহ। বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে ভালো করার গুরুত্ব অনেক বেশি, যেখানে দলে সেই অর্থে পাওয়ার হিটার নেই। যখন খেলায় ছন্দ পাই, সেটাকেই কাজে লাগানো উচিত ছিল আমাদের। কিন্তু আমরা সেই কাজে একদমই ব্যর্থ। সামনের বিশ্বকাপের আগেই তাই কিছু ম্যাচ জেতা জরুরি আমাদের জন্য।
খেলোয়াড়দের মানসিকতাও যে খুব উন্নত নয় এই মুহূর্তে তা নিয়েও বলতে গিয়ে মাহমুদউল্লাহ বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে বলবো, যেকোনো কন্ডিশনেই মানিয়ে নেয়াটা আমাদের কাজের মধ্যেই পড়ে। কিন্তু ইউনিট হিসেবে আমরা যেমন সতর্কতা অবলম্বন করতে পারিনি, তেমনি আগ্রাসী মনোভাবেরও ঘাটতি ছিল আমাদের।
কিছু ভালো মুহূর্তকে কাজে লাগাতে না পারার দায় নিয়ে মাহমুদউল্লাহ দলের সমর্থকদের প্রতি আহ্বান জানান যেন আগের মতোই তাদের পাশে থাকে সমর্থকেরা। তিনি বলেন, সুপার টুয়েলভে আমরা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে আমরা জয়ের বেশ কাছেই গিয়েছিলাম। সেই ম্যাচগুলো ছাড়া প্রতিপক্ষ স্রেফ আমাদের উড়িয়ে দিয়েছে। সমর্থকদের অনুরোধ করবো, আমাদের পাশেই থাকুন।
Leave a reply