ছেলে ঢাকায় ব্যবসা করেন, মেয়ের বিয়ে দিয়েছেন। এরপর জীবনের বাকিটা সময় স্ত্রীকে নিয়ে শান্তিতেই কাটাতে চেয়েছিলেন বরগুনার খাজুরতলা গ্রামের আফজাল হোসেন বাদল। কিন্তু এবছর ১৮ জুলাই রাতের আধারে খুন হন তিনি। কী কারণে হত্যা, কারাই বা এতে জড়িত, জানা যাচ্ছিল না কিছুই।
খুনের চারমাস পর উদঘাটন হলো রহস্য। তিন বছর আগে পিকআপ কিনতে প্রতিবেশি মিলনকে ৫ লাখ টাকা ধার দিয়েছিলেন বাদল। সেই টাকা ফেরত চাইলেই বাধে বিপত্তি। তারই জেরে খুন করা হয় বাদলকে।
বরিশাল থেকে ঘাতক মিলনকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনা সদর থানার উপ পরিদর্শক হেলাল উদ্দিন জানালেন, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেফতার মিলন।
খুনি ছেলের বিচার চেয়েছেন মিলনের মা। বিচারের দাবি, এলাকাবাসীরও।
Leave a reply