করোনায় বিশ্বজুড়ে সাড়ে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরও সাড়ে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি।

শুক্রবার (৫ নভেম্বর) সর্বোচ্চ প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার তিনশর বেশি মানুষের। আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৪ হাজারের বেশি। অন্যদিকে, রাশিয়ায় মৃতের সংখ্যা প্রায় ১২শ। ভারত ও ব্রাজিলে প্রাণ গেছে প্রায় চারশো মানুষের। রোমানিয়ায় এ সংখ্যা সাতশ।

এনিয়ে বিশ্বজুড়ে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ লাখ ৫৩ হাজারের বেশি মানুষের। আক্রান্ত শনাক্তের সংখ্যা ২৪ কোটি ৯৮ লাখ ছাড়িয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply