রোহিতের ঝড়ো ফিফটিতে জয়ের পথে ভারত

|

ছবি:সংগৃহীত

গ্রুপপর্বে নিজেদর শেষ ম্যাচে নামিবিয়ার দেয়া ১৩৩ রানের লক্ষে খেলতে নেমে উড়ন্ত সূচনা করেছে ভারতীয় ওপেনাররা। ওপেনিং জুটিতেই জয়ের পথে ভারত দল।

নামিবিয়ার দেয়া ১৩৩ রানের লক্ষ্যমাত্রায় শুরু থেকেই আগ্রাসী ব্যাট করতে থাকেন রোহিত শর্মা। আরেক প্রান্তে লোকেশ রাহুল ব্যাট করলেও তেমন স্ট্রাইক পাননি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ ওভারে বিনা উইকেটে ৭০ রান । ৩১ বলে ৫০ রানে অপরাজিত আছেন রোহিত শর্মা। আর ২০ রানে ব্যাট করছেন লোকেশ রাহুল। জয়ের জন্য ভারতের দরকার ৭২ বলে ৬৩ রান।

এর আগে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে নামিবিয়া। শুরুতে ব্যাট করতে নেমে দারুণ খেলতে থাকেন নামিবিয়ার দুই ওপেনার স্টিফেন বার্ড ও মাইকেল ভন লিঙ্গেন। তবে পঞ্চম ওভারে দলীয় ৩৩ রানে বুমরাহর শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান লিঙ্গেন। পরের ওভারেই কোনো রান না করেই জাদেজার বলে ফেরেন উইলিয়ামস। এরপর দলীয় ৩৯ রানে আরেক ওপেনার বার্ড ২১ রান করে ফিরে গেলে চাপে পড়ে যায় নামিবিয়া। দলের ৪৭ রানের মাথায় আশ্বিনের বলে ফিরে যান লফটি ইটনও।

এরপর উইসেকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক এরাসমাস। তবে ১২ রান করে আশ্বিনের শিকার হয়ে ফিরে যান তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রাখেন ডেভিড উইসে। শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান করতে সক্ষম হয় নামিবিয়া।

ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রবিন্দ্র জাদেজা। ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। এছাড়া ৪ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন রবিচন্দ্রন আশ্বিনও। বাকি দুইটি উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply