আফগানিস্তানে ৬ মাসে মারা গিয়েছে ৪৬০ শিশু

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানে দীর্ঘদিন ধরেই চলছে সংকট। এ সংকটের প্রভাব পড়েছে দেশটির শিশুদের ওপরও। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনিসেফের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে সংঘাতের কারণে নিহত হয়েছে অন্তত ৪৬০ শিশু।

সংবাদমাধ্যম এএনআই’র প্রতিবেদনে জানা যায়, এ তালিকায় বৃহস্পতিবার (৪ নভেম্বর) নিহত হওয়া ৪ জনও রয়েছে। যারা বেঁচে গেছে তাঁরাও ভালো নেই। অনেকে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছে।

উল্লেখ্য, দশকের পর দশক ধরে আফগানিস্তানে চলছে ভয়াবহ সংকট। বিভিন্ন পক্ষের মধ্যকার সংঘাতে বিপাকে জনজীবন। এতে করে শিশুদের নিরাপত্তা ক্রমেই কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply