গাজীপুরে ভয়াবহ আগুন, পুড়লো ২ শতাধিক বসতঘর

|

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাগা ওই আগুন নিয়ন্ত্রণে আনে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট।

কালিয়াকৈর ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে তাতে স্থানীয় শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী কলোনি (ভাড়া বাড়ি) ও দোকান নির্মাণ করেন। সেখানে ২০০ কক্ষ ও ২০টি দোকান ঘর রয়েছে।

তিনি আরও বলেন, সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মো. আলামিনের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর দুটি ইউনিট রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে কলোনির ঘরে থাকা ফ্রিজ ও আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ছাড়া তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করাও সম্ভব হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply