কানপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে জিকা ভাইরাসে সংক্রমণ

|

ছবি: সংগৃহীত

ভারতের কানপুরে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। এর মধ্যে ১৭ জন শিশু।

গর্ভবতী বেশ কয়েকজন নারীর দেহেও মিলেছে ভাইরাসের অস্তিত্ব। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের।

জেলার চিফ মেডিকেল অফিসার ড. নেপাল সিং জানান, সংক্রমণ বিস্তার রোধে বেশ কয়েকটি দল তৈরি করেছে স্বাস্থ্য বিভাগ। গত ২৩ অক্টোবর জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় কানপুরে। মাত্র এক সপ্তাহেই আশঙ্কাজনক হারে বাড়তে থাকে সংক্রমণ। সম্প্রতি কানপুর সফর করা কানৌজের এক বাসিন্দাও পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন।

জিকা ভাইরাসের জন্য দায়ী এডিস মশার বংশবিস্তার রোধে বিশেষ পদক্ষেপ নিয়েছে উত্তর প্রদেশ সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply