অ্যাপল তখনও বাজারে এমন দাপুটে কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেনি। ওই সময় স্টিভ জোবস এবং স্টিভ ওজনিয়াক নিজ হাতে তৈরি করেছিলেন অ্যাপলের কম্পিউটার। এমন ২০০টি কম্পিউটার ওই সময় তৈরি হয়েছিল। আর প্রায় ৪৫ বছর পর এসে এবারে সেই কম্পিউটারের একটি উঠতে চলেছে নিলামে। খবর এনডিটিভির।
মঙ্গলবার (৯ অক্টোবর) আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আয়োজিত হবে বিশেষ এই নিলাম অনুষ্ঠান। ধারণা করা হচ্ছে, অ্যাপলের এই কম্পিউটারের দাম উঠতে পারে ছয় লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় সাড়ে ৪ কোটি টাকা।
এক হিসেবে অ্যাপল-১ এর এই কম্পিউটার বর্তমানে বাজারে থাকা অ্যাপল ম্যাকবুকের ‘প্রপিতামহ’ বা সহজ কথায়, ‘দাদার দাদা’। তবে ওই সময়ে তৈরি বাকি কম্পিউটারগুলোর চেয়ে নিলামে ওঠা এই কম্পিউটারটি একটু আলাদা।
মূলত অ্যাপল-১ এর কম্পিউটারটি আছে কোয়া কাঠের ফ্রেমের ভেতর। অত্যন্ত মূল্যবান এই কোয়া কাঠ কেবলমাত্র হাওয়াই দ্বীপেই পাওয়া যায়। আর এই কাঠের ফ্রেমে থাকা অ্যাপলের প্রথম দিকের কম্পিউটারটিকে ঘিরে এরই মধ্যে বিভিন্ন মহলে তৈরি হয়েছে আগ্রহ।
Leave a reply