নরসিংদীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১২

|

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীতে ইউপি নির্বাচনের সহিংসতা প্রতিরোধে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ স্বাধীন বাহিনীর প্রধান স্বাধীনসহ ১২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে জেলার রায়পুরা উপজেলার মির্জাচর, নীলক্ষা ও সদর উপজেলার আলোকবালী চর অঞ্চলে এই অভিযান চালায় র‌্যাব। আজ দুপরে নরসিংদী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে গুলিসহ ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি শটগান, ১টি ওয়ান সুটার গান, ২৯ রাউন্ড কার্তুজ, বুলেটপ্রুফ জ্যাকেট, রাম দা, তলোয়ার, ছুরি, সামুরাই, চাপাতি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাধীন বাহিনীর সদস্যরা চাঁদাবাজি, ডাকাতি, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাসহ ব্যাপক সহিংসতা করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নরসিংদীর রায়পুরা থানাধীন মির্জারচর এলাকায় তাদের অপকর্মের ধারাবাহিকতায় অপরাধ সংগঠনের জন্য সমবেত হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply