সেমিফাইনালের আগে দুঃসংবাদ পাকিস্তান শিবিরে

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা পাকিস্তান দল সেমিফাইনালের আগে পেলো জোড়া দুঃসংবাদ। দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে তাদের দু’জনের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে গতকাল বুধবার দলের অনুশীলনে যোগ দেননি মালিক ও রিজওয়ান। পরে পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহীম বাদিস জানান, জ্বরের কারণে দলের সঙ্গে অনুশীলন করেননি দুই ক্রিকেটার। আপাতত তারা চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

বৃহস্পতিবার ফের স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হবেন মালিক ও রিজওয়ান। সেই পরীক্ষার পাস করলেই মাঠে ফেরার অনুমতি পাবেন তারা। তবে তাদের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। কারণ দু’জনেই এবার দারুণ ফর্মে আছেন।

রিজওয়ান এবারের বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার। অধিনায়ক বাবর আজমের সঙ্গে তার জুটি দলের জয়ের ভিত গড়ে দিচ্ছে প্রায় সব ম্যাচেই। এমনকি ক্রিস গেইলকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন তিনি। অন্যদিকে বুড়ো হাড়ের ভেলকি দেখাচ্ছেন মালিক। এবার বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply