মার্কিনিদের কাছ থেকে প্রশিক্ষণ নেয়া পাইলটদের দেশে ফেরার আহ্বান তালেবানের

|

ছবি: সংগৃহীত

চলতি বছরের আগস্টে তালেবানের ক্ষমতা গ্রহণের সময় অন্তত ১৪০ পাইলট ও কেবিন ক্রু আফগানিস্তান ছেড়ে প্রতিবেশি তাজিকিস্তান ও উজবেকিস্তানে আশ্রয় নেয়। যারা মার্কিন প্রশিক্ষকদের থেকে ট্রেনিং নিয়েছিলেন। এবার তাদের দেশে ফিরে কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে তালেবান।

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

মুজাহিদ জানান, মার্কিনিদির কাছে প্রশিক্ষণ নেয়া এসব পাইলটদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এখন পর্যন্ত তাদের বিমান ও সামরিক বাহিনীতে কতজন পাইলট আছে তা প্রকাশ করা হয়নি।

মুজাহিদ বলেন, আফগানিস্তানে পাইলটদের নিরাপত্তা নিয়ে চিন্তার কারণ নেই। তাদেরকে আটকের কোন পরিকল্পনা আমাদের নেই। বরং সব ধরণের সুযোগ-সুবিধা দেয়া হবে। প্রশিক্ষিত যেসব পাইলট চাকরি ছেড়ে দিয়েছিলেন তাদেরকে আহ্বান জানাবো আবারও দেশে ফিরে কাজে যোগদান করুন।

দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে গেলো কয়েক মাসে ৬ শতাধিক আইএস সদস্যকে আটক করেছে তালেবান। তবে অর্থনৈতিক সংকট ও নানা অনিশ্চয়তার কারণে এখনও প্রতিদিন আফগানিস্তান ছেড়ে প্রতিবেশি ইরান ও পাকিস্তানে আশ্রয় নিচ্ছে হাজার হাজার মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply