পৃথিবীর সবচেয়ে দামি ফল, জোড়া বিক্রি হয় ৩৫ লাখ

|

এক কেজি ইউবারি মেলনের দাম মোটামুটি ২৫ লাখ টাকা। তরমুজ জাতীয় জাপানি এই ফলটি দেখতে অনেকের কাছেই খুব সুন্দর লাগবে না। তবে দামে এই ফল পৃথিবীর মোটামুটি সব ফলকেই হার মানিয়েছে বলে দাবি অনেকের।

ফলটি জাপানে হয়। তবে জাপানেও যে এটি খুব সহজলভ্য তা নয়। এটি জন্মায় ইউবারি এলাকায়। সাধারণ মানুষের কাছে এই ফল বিক্রিও করা হয় না, শুধু ধনী ও বিশেষ ব্যক্তিদের কাছেই বিক্রি করা হয় ফলটি।

২০১৯-এ এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩৫ লাখ টাকায়। বিজনেস ইনসাইডার বলছে ফলটি বড় হতে সময় লাগে মোটামুটি ১০০ দিন। তবে কোনো নির্দিষ্ট ঋতুতে নয়, সারাবছরই হয় ফলটি। আগ্নেয়গিরি থেকে সৃষ্ট মাটি ইউবারি মেলন চাষের জন্য উপযুক্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply