ধর্ষণ মামলায় সাক্ষ্য আইনের বিতর্কিত ধারা বাতিলসহ বেশকিছু দাবিতে রাজধানীতে পদযাত্রা করেছেন অর্ধশতাধিক নারী। রেইনট্রি ধর্ষণ মামলার আদেশে সংক্ষুব্ধ হয়ে মধ্যরাতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংহতি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় ‘ধষর্ণের ৭২ ঘন্টা’ পর মামলা না নিতে আদালতের দেয়া পর্যবেক্ষণের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে মশাল হাতে শুরু হয় ‘শেকল ভাঙার পদযাত্রা’ মানিক মিয়া এভিনিউ পর্যন্ত। কর্মসূচিতে সংহতি জানায় পেশাজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক শিল্পীসহ নারীবাদী বিভিন্ন সংগঠন।
রেইনট্রি ধর্ষণ মামলার আদেশে সংক্ষুব্ধ হয়ে এ কর্মসূচি জানান আয়োজকরা। সাক্ষ্য আইনের বিতর্কিত ধারা বাতিলসহ বেশকিছু দাবি ছিল তাদের। কথা ওঠে ‘ধষর্ণের ৭২ ঘন্টা’ ইস্যু নিয়েও।
উপস্থিত এক আন্দোলনকর্মী বলেন, নিপীড়নের বিচার চাইতে গেলে রাষ্ট্র যখন ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে চায় সেই রাষ্ট্র নারীদের হতে পারে না।
দেশে এই প্রথম নারী বিচারকের দেয়া রায় নিয়ে-নারীদেরই রাজপথে নামার বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন, বিচারক যে লিঙ্গেরই হোক, কর্মসূচি সবার।
Leave a reply