পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও অনিশ্চিত তামিম ইকবাল। তার ইনজুরির উন্নতি হলেও মাঠে নামা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এমনটাই জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম। স্পিনে ভালো করলেও পেস বোলিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তামিম। অনুশীলন শেষে হাতের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে এই ওপেনারকে।
অনুশীলনে স্বাভাবিকভাবে ডিফেন্স করছেন, বল ছেড়ে দিচ্ছেন তামিম। তবে ব্যাটিংয়ে স্বস্তি নেই তামিম ইকবালের। বাঁ হাতের বুড়ো আঙুলের চোট এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এই ওপেনারের। আঙুলে এখনও কালশিটে দাগ রয়ে গেছে। উন্নতি হচ্ছে তবে সেটি এখনো ম্যাচ খেলার পর্যায়ে নয়। তাইতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে এখনও অনিশ্চিত তামিম।
বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, পুনর্বাসনের মধ্যে থাকা তামিম আছেন সেরে ওঠার পথেই। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ যেকোনো সময়ই অবস্থার অবনতি হতে পারে। তবে আমি আশাবাদী তার সেরে ওঠার ব্যাপারে।
প্রাথমিক অবস্থায় করা হয়েছে কনজারভেটিভ ম্যানেজম্যান্ট। এখন চলছে দুই সপ্তাহের রিহ্যাব। স্পিনে ব্যাটিং করার ক্ষেত্রে উন্নতি হলেও পেসে এখনও স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তামিম। এমনটাই জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম।
ব্যাটিং শেষে আঙুলের ব্যান্ডেজ খুলে ফেলেছেন তামিম। এখন তার অপেক্ষা পুরোপুরি ফিট হয়ে মাঠে নামা নিয়ে। তবে অনুশীলনের এই অস্বস্তি যথেষ্ট ভোগাচ্ছে বাঁহাতি এই ওপেনারকে।
Leave a reply