রংপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা, নিহত ১

|

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:

রংপুরের পীরগাছায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার পরে অন্নদানগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী রিয়াজুল ইসলাম ও পরাজিত প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে পঞ্চানন্দ টেনটোন পাড়ায় সংঘর্ষ বাধে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় বিজয়ী প্রার্থীর জেঠাতো ভাই মোহন মিয়ার পুত্র আব্দুর রহিম নামে এক যুবক গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি রাত ৯টায় মারা যান।

তবে পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম হাসপাতালের চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, সংঘর্ষের সময় আতঙ্কে রহিমের হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। রহিম ঢাকায় চাকরি করতেন। এ ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পরাজিত প্রার্থী আব্দুস সালামের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালায় অপর পরাজিত মেম্বার প্রার্থী মাসুদ রানার সমর্থকরা। এতে গুরুতর আহত ৪ জনকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও একই দিনে সকালে একই উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে বিজয়ী মেম্বার প্রার্থী নাজমুল ইসলামের সমর্থকরা পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থক আপেল মিয়ার বাড়িতে হামলা চালায়। এতে আপেল এবং তার স্ত্রী ও মা আহত হন। তাদেরকেও একই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply