অবশেষে উপস্থাপক নওমানকে ক্ষমা করে দিলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। আজ নিজের ভ্যারিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ কথা জানিয়েছেন তিনি।
ফেসবুকে শোয়েব লেখেন, ন্যাশনাল টেলিভিশনের অপ্রীতিকর ঘটনাটি আমাকে আহত করেছে। ঘটনাটি ভুলতে কিছুটা সময়ও লেগেছে আমার। তবে নৈতিক জায়গাকে আরও একটু উঁচুতে তুলে দেখলাম, ড. নওমান নিয়াজের ক্ষমা প্রার্থনা আমার মেনে নেয়া উচিত। আর সেটাই আমি করছি। এ ব্যাপারটা এখন ভুলে যাওয়াই উচিত আমাদের।
প্রসঙ্গত, পিটিভির একটি শো’তে উপস্থাপক নওমানের সাথে বাকযুদ্ধে জড়ান শোয়েব। এক পর্যায়ে শোয়েবকে অনুষ্ঠান থেকে বের হয়ে যেতেও বলেন নওমান। এর পরিপ্রেক্ষিতে নওমান শেষ পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা গ্রহণ করেননি শোয়েব, বলেছেন তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তবে এবার অবশ্য মহত্ত্বের দৃষ্টান্তই রাখলেন সাবেক এই স্পিডস্টার।
Leave a reply