ফের হাসপাতালে খালেদা জিয়া

|

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

আজ (১৩ নভেম্বর) বিকালে বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এদিকে, খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আসা যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে বলা হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে বলে জানানো হয়।

এর আগে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৭ দিন চিকিৎসা নেয়ার পর গত রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply