‘বারবার আশ্বাসের পরও সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জাজনক’

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

বারবার আশ্বাসের পরও সীমান্ত হত্যার মতো বিষয় ভারতের জন্য লজ্জাজনক আর বাংলাদেশের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে আইওআরএ’র ২১তম সম্মেলন উপলক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় বাংলাদেশে করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রাম অনেকটাই সফল হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ যে অনেকটাই সফল তা এই সম্মেলনেই সদস্য দেশগুলোকে জানানো হবে।

ভারত মহাসাগরীয় অঞ্চলে কোনো গোষ্ঠী বা কোনো দেশের একক আধিপত্য বাংলাদেশ চায় না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুর্বণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ বিষয়ে ভারত থেকে নিশ্চিত করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply