ইরানে দু’দফা শক্তিশালী ভূমিকম্প, ১ জনের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

ইরানে দক্ষিণাঞ্চলে দু’দফা শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত কমপক্ষে আরও ২৭ জন। রোববারের কম্পনে ভেঙে পড়েছে বেশ কিছু স্থাপনা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) বলছে, পর পর দু’দফা কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক তিন এবং ৬ দশমিক চার। উৎপত্তিস্থল ছিল ভূভাগ থেকে সাড়ে পাঁচ কিলোমিটার গভীরে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হর-মোজ-গান প্রদেশে কম্পন এবং আফটারশক অনুভূত হয়। বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকার বিদ্যুৎ। প্রাকৃতিক দুর্যোগের পর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। কম্পন অনুভূত হয়েছে পারস্য উপসাগর এলাকায়ও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply