স্পেন উপকূলে নৌকাডুবি, ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

|

স্পেনের গ্র্যান ক্যানারিয়া উপকূলে নৌকায় মিললো ৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ। স্থানীয় সময় রোববার চালানো এক অভিযানে লাশগুলো উদ্ধার করা করা হয়।

স্প্যানিশ কোস্ট গার্ড জানায়, নৌকাটি থেকে শিশুসহ আরও ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুরুতর অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা।

একইদিন পৃথক অভিযানে নারীসহ আরও ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। মাদ্রিদ প্রশাসন জানিয়েছে, এসব অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই আফ্রিকান।

চলতি বছরের প্রথম ১০ মাসে শুধু পশ্চিম আফ্রিকা থেকে অবৈধ পথে ইউরোপে পাড়ি দেয়া চেষ্টা করেছেন ১৭ হাজার মানুষ। ২০২০ সালের তুলনায় যা দ্বিগুণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply