কমছে দিল্লির দূষণ, কিছুটা স্বস্তি বায়ুমানে

|

ছবি: সংগৃহীত।

কিছুটা উন্নতি হলো ভারতীয় রাজধানী নয়াদিল্লির বায়ুদূষণের পরিস্থিতি। দূষণের মাত্রা আরও নিয়ন্ত্রণে আনতে আজ সোমবার (১৫ নভেম্বর) সুপ্রিম কোর্টে ‘লকডাউন প্রস্তাব’ জমা দেবে অরবিন্দ কেজরিওয়াল সরকার।

রোববার ছিল সাপ্তাহিক ছুটির দিন। এ দিন দিল্লির বাতাসের মাণদণ্ড সূচক ছিলো ৩৩০, যা গত সপ্তাহের তুলনায় অনেক ভালো। প্রতিবেশী দুই রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় ফসলের মাঠে আগুন জ্বালানো বন্ধ হওয়ায় সেখানেও ধীরে ধীরে দূষণ কমছে। ৱ

এর আগে, শুক্রবার (১২ নভেম্বর) দিল্লির পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল। সেদিন বাতাসের গুণমাণ ছিলো ৫০০ এর কাছাকাছি। দূষণের মাত্রা বাড়ায় ধোঁয়াশায় ঢেকে যায় রাজধানী শহর দিল্লি এবং আশপাশের এলাকার আকাশ।

এ পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দফতর বন্ধ ঘোষণা করে দিল্লি প্রশাসন। অনলাইনে পরিচালিত হবে ক্লাস-কাজকর্ম। একইসাথে, চারদিনের জন্য স্থগিত নির্মাণ সংশ্লিষ্ট সব কার্যক্রম। লকডাউন দিতে কেন্দ্রীয় সরকারের সাথেও চলছে আলোচনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply