দেশের ই-কমার্স খাত থেকে অর্থপাচারের বিষয়ে নেয়া পদক্ষেপ এবং এ খাতের কর আদায়ে নীতিমালা ও কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপক্ষের প্রতিবেদন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।
আদেশ অনুযায়ী আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) শুনানিতে এ বিষয়ে প্রতিবেদন না পেয়ে সরকারের পক্ষগুলোর প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের এই ভার্চুয়াল বেঞ্চ বলেন, নোটিশ জারির পরেও তারা রেসপন্স করছেন না। বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয়া হবে বলেও উল্লেখ করেন আদালত। এসময় এসব অবহেলা সহ্য করা হবে না বলেও উল্লেখ করেন আদালত।
আগামী ২৩ নভেম্বর মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়ে ওইদিনই পরবর্তী আদেশের দিন ধার্য করেন আদালত।
প্রসঙ্গত, দেশের ই–কমার্স খাতের ভোক্তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে আদালতে পৃথক তিনটি রিট করা হয়। তার প্রেক্ষিতেই রাষ্ট্রপক্ষের প্রতিবেদন চেয়েছিলেন আদালত।
Leave a reply