স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:
পটুয়াখালীতে কলেজ ছাত্রাবাসের ফ্লোর ধসে অন্তত ৮ জন ছাত্র আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে বারোটার মধ্যে পটুয়াখালী সরকারি কলেজের ডিগ্রি ছাত্রাবাসের বারান্দায় এ ঘটনা ঘটে।
ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওই কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মো. জাফর উল্লাহ।
তিনি জানান, রাতে ঘটনার পরপরই তিনিসহ অন্যান্য শিক্ষকগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন। এছাড়া আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা প্রকৌশল অধিদফতর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন শেষে ধসে যাওয়া স্থান মেরামত কাজ শুরু করেছেন।
আহত ছাত্র রাকিব জানান, তিন তলার ওই ভবনের নীচ তলার ১০৮ নম্বর কক্ষে ছাত্রাবাসের আসন বণ্টন নিয়ে বৈঠক শেষে ১৫ থেকে ২০ জন ছাত্র রুম থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ পাকা মেঝে ধসে পড়ে মুহূর্তেই প্রায় ২ থেকে ৩ ফুট গভীর সৃষ্টি হয়। সাথে সাথে অনেক শিক্ষার্থীরা সেখানে পড়ে গিয়ে কমবেশি আহত হয়। পরে তাদের ডাক-চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।
ছাত্রাবাসের সুপার মো. আলী হায়দার জানান, রাতে ঘটনার পরপরই আটজন শিক্ষার্থীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে ৫ জনকে বাসায় পাঠিয়ে দেয়া হয়। বাকি তিনজন রাকিব, বাপ্পি ও আজাদকে ভর্তি করা হয়। এরা মারাত্মক রকমের কোনো জখম পায়নি। এতে ভয় পাবার কোনো আশঙ্কা নেই।
কীভাবে এ ঘটনা ঘটলো জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি পটুয়াখালী সরকারি কলেজের বাউন্ডারির মধ্যে যতগুলো ছোট খাট ডোবা ছিল তা বালু দিয়ে ভরাট করা হয়েছে। তখন ডিগ্রি ছাত্রাবাসের এই ভবনের পাশ দিয়ে মাঠ ভরাটের বালুর পানি বয়ে গেছে। আমার ধারণা তখন থেকে হয়তো বিল্ডিংয়ের মাটিও নরম হয়ে যাওয়ায় আজকের এ ঘটনা ঘটলো। তারপরেও প্রিন্সিপ্যাল আসলেই তদন্ত কমিটি গঠন করে আমরা সঠিক কারণ উদঘাটন করবো।
উল্লেখ্য, তিনতলা ওই ছাত্রাবাস ভবনটি ২০০৮ সালে নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদফতর।
ইউএইচ/
Leave a reply