খেলোয়াড়দের সাথে বরফ গলেছে কোচের?

|

অনুশীলনে মুখ্য ভূমিকায় ছিলেন রাসেল ডোমিঙ্গো।

মিরপুরে দল ঘোষণার দিন প্রথমবারের মত পাকিস্তান সিরিজের আগে কোচ রাসেল ডোমিঙ্গোকে পেলো বাংলাদেশ ক্রিকেট দল। এদিন শিষ্যদের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন তিনি। খেলোয়াড়দের সাথে কোচের বরফও যেন গেল যাওয়ার আভাস পাওয়া গেল ট্রেনিং গ্রাউন্ডে। আগেরদিন নিঃসঙ্গ মনে হওয়া রাসেল ডোমিঙ্গো এদিন ছিলেন বেশ তৎপর।

আগের দিন মাঠে দলের মিটিংয়ের পাশ ঘেঁষে হাঁটা ডোমিঙ্গো এদিন ছিলেন মিটিংয়ের মুখ্য ভূমিকায়। ক্রিকেটারদের সাথে আলোচনা করেছেন তিনি। বুঝিয়েছেন খেলোয়াড়দের কোথায় ঘাটতি, কোথায় করতে হবে উন্নতি। শুধু তাই নয়, নেটের পাশে দাঁড়িয়ে ক্রিকেটারদের ব্যাটিং দেখেছেন ডোমিঙ্গো; ধরিয়ে দিয়েছেন ছোট ছোট ভুল। এমনকি নিজেই পালন করেছেন কিপারের ভূমিকা।

আগেরদিনের মত এইদিনও ফিল্ডিং এবং ক্যাচিংয়ে গুরুত্ব ছিল টাইগারদের। মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। শেষদিকে মোস্তাফিজ, শহিদুল, তাসকিনরা ঘাম ঝরিয়েছেন মিষ্টি রোদে। আর ব্যাটিংয়ে হাত চালিয়েছেন মাহমুদউল্লাহ, সোহানরা।

সরফরাজ আহমেদের সাথে ট্রেনিং গ্রাউন্ডে মাহমুদউল্লাহ।

এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এসেছিলেন বাংলাদেশের অনুশীলন গ্রাউন্ডে। সেখানেই সরফরাজকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাবর আজম-শোয়েব মালিকরা দেশে আসলেও অপেক্ষায় আছেন করোনা টেস্টের ফলাফলের জন্য। নেগেটিভ এলেই দলের অনুশীলনে যোগ দেবেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply