গাজীপুরের শ্রীপুরে দুটি প্রাইভেট হাসপাতালকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় নানা অব্যবস্থাপনায় থাকায় দুটি হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পর্যন্ত চলা র্যাবের অভিযানে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতাল ও লাইফ কেয়ার হসপিটালকে জরিমানা করা হয়। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাদির শাহ্ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আল হেরা হাসপাতালের অপারেশন থিয়েটারে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ৪টি মেয়াদোত্তীর্ণ ইটি টিউব, বিকল্প উপায়ে নাক দিয়ে খাওয়ানোর কাজে ব্যবহৃত ১টি ফিডিং টিউব পাওয়া যায়। সেইসঙ্গে পাওয়া বিশেষজ্ঞ ও সাধারণ এমবিবিএস চিকিৎসকের স্বাক্ষরবিহীন প্যাথলজি টেস্ট রিপোর্ট পাওয়া যায়।
অপরদিকে, লাইফ কেয়ার হসপিটালের ল্যাবের ফ্রিজে পাওয়া যায় মেয়াদোত্তীর্ন লিপিড প্রোফাইল রি-এজেন্ট। তাছাড়া ছিল না যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা, চারটি প্যাথলজির রিপার্টেও ছিল না কোনো চিকিৎসকের স্বাক্ষর। এমনকি হাসপাতালটির নিজের লাইসেন্সের মেয়াদও পেরিয়েছে আগেই।
এই ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী, আল হেরা হাসপাতালকে ৫০ হাজার ও লাইফ কেয়ার হসপিটালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
অভিযানে উপস্থিত ছিলেন, র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মাজহারুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার মোঃ আশরাফুল ইসলামসহ র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের র্যাব সদস্যবৃন্দ।
Leave a reply