ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

|

ছবি: সংগৃহীত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারী দুই নারীর মধ্যে একজন হলেন কনজারভেটিভ পার্টির নারী এমপি ক্যারোলিন নোকস এবং অন্যজন এক নারী সাংবাদিক আইলভে রিয়া। স্কাই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এই অভিযোগ সবার আগে সামনে আনেন এমপি নোকস। স্কাই নিউজের সাথে একটি সাক্ষাৎকারে নোকস বলেন, টরি পার্টির একটি কনফারেন্স চলাকালে ২০০৩ সালে স্ট্যানলি তাকে অস্বস্তিকরভাবে স্পর্শ করেন। নোকস জানান, ওই দিন স্ট্যানলি তার শরীরের পেছনের অংশে সজোরে চাপ দিয়ে বলেন, তুমি খুব সুন্দর একজন এমপি হতে চলেছো।

সম্প্রতি নোকস এ কথা সামনে আনতেই মুখ খোলেন নারী সংবাদিক আইলভে রিয়া। টুইট বার্তায় তিনি বলেন, ২০১৯ সালে কনজারভেটিভ পার্টির সম্মেলনে জনসন তার শরীরের বিভিন্ন অংশ স্পর্শ করার চেষ্টা করেন। বিষয়টি সামনে আনার জন্য তিনি এমপি নোকসকে ধন্যবাদ জানান এবং বলেন, আমিও স্ট্যানলি জনসনের দ্বারা হয়রানির শিকার হয়েছিলাম।

তবে এ সমস্ত ঘটনা অস্বীকার করেছেন স্ট্যানলি। তার দাবি, নোকসের সাথে এ ধরণের আচরণ তিনি করেছেন কি না, সেটি তার মনে নেই।

ডেইলি মেইলের তথ্য বলছে, বিষয়টি নিয়ে এরই মধ্যে সরব হয়েছে লেবার পার্টি। এ নিয়ে একটি তদন্তের দাবিও জানানো হয়েছে এরই মধ্যে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply