মাঝ আকাশে ছিঁড়ে গেল প্যারাসুটের দড়ি!

|

ছবি: সংগৃহীত।

প্যারাসেলিং করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এক প্রেমিকযুগল। ভারতের দিউর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। রোববার (১৪ নভেম্বর) ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ৩০ বছর বয়সী যুবক অজিত কাঠাড় স্ত্রী সরলা কাঠাড়কে নিয়ে দিউর সমুদ্রে প্যারাসেলিং করছিলেন। কিন্তু ওই রাইড শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা ঘটে। স্পিড বোটের সাথে আটকে থাকা দড়ি ছিঁড়ে যাওয়ায় ছিটকে প্রায় ৫০ ফুট ওপর থেকে সমুদ্রের পানিতে পড়েন দম্পতি। ভাগ্যগুণে তারা পানিতে পড়েছিলেন এবং লাইফ জ্যাকেট পরা ছিল বলে প্রাণে বেঁচে যান।

পানিতে পড়ার পর তাদেরকে উদ্ধারকারী একটি দল উদ্ধার করে। পানিতে পড়ার সময় তাদের দু’জনেরই লাইফ জ্যাকেট পরা ছিল বলে প্রাণে বেঁচে ফিরেন। নয়তো আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। বলা যেতে পারে নিশ্চিত মৃত্যুর হাত থেকেই বেঁচে ফিরলেন অজিত ও সরলা ৷


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply