জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে আবারও আটক করা হয়েছে। আটকের পর তাকে গৃহবন্দি করা হয়।
এ সময়ে তার দলের দুই কর্মীকেও গ্রেফতার করে ভারতীয় পুলিশ। গত কয়েকদিন ধরেই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে কাশ্মিরের সাধারণ নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ নিয়ে চলছে তোলপাড়। এ নিয়ে নিরাপত্তা বাহিনীর সমালোচনা করেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেতা মেহবুবা মুফতি।
ক্ষোভ জানিয়ে তিনি বলেন, সাধারণ কাশ্মিরিদের ওপর নিরাপত্তা বাহিনীর নিষ্ঠুরতা বেড়েছে। এনকাউন্টারে নিহতদের দাফনও সঠিকভাবে করতে দেয়া হচ্ছে না। এমন মন্তব্যের পরপরই আটক করা হয় তাকে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের সময় সাধারণ নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ পুরানো। এ নিয়ে বিভিন্ন সময় তদন্তও হয়েছে।
Leave a reply