ফ্রান্সে প্রাণী নির্যাতন বন্ধে আইন পাস

|

ছবি: সংগৃহীত

প্রাণী নির্যাতন বন্ধে আইন পাস করলো ফ্রান্স সরকার। ফলে আইনের আওতায় আসবেন প্রাণী নির্যাতনকারীরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত আইন পাসে পার্লামেন্টে ভোটাভুটি করেন দেশটির আইনপ্রণেতারা।

নতুন এ আইন অনুসারে, ২০২৪ সালের মধ্যে দেশটিতে বন্ধ হবে পশু বেচাকেনা। কেবলমাত্র বেওয়ারিশ পশুগুলোকে দত্তক দেয়ার জন্য প্রদর্শন করানোর অনুমতি রয়েছে। আর আগামী দু’বছরের মাঝে সার্কাস ও এ ধরনের পশু প্রদর্শনীর মত আয়োজনও হবে বন্ধ।

ফ্রান্সের প্রতিমন্ত্রী বেরাংগিরি আব্বা বলেন, সরকার ও পার্লামেন্টের আজকের সিদ্ধান্ত সাধারণ মানুষের বহু দিনের প্রত্যাশা ছিলো। পশুদের প্রতি মানবিকতা এবং মানবতাবাদ প্রকাশে আমরা নিজেদের চরিত্রই খুঁজে পাবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply