৬ উইকেট নেই বাংলাদেশের

|

আশা জাগিয়েছিলেন নাজমুল শান্ত। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহর বিদায়ের পর ভেঙে গেছে মেহেদী ও সোহানের শেষ স্বীকৃত জুটিও। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯১ রান।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে বরাবরের মতোই শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। তবে আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। আফিফের বিদায়ের পর মাহমুদউল্লাহ ও শান্তর জুটিতে কার্যকর কিছু রান আসার পর প্রথম ম্যাচের চেয়ে অপেক্ষাকৃত ভালো ব্যাটিং প্রদর্শনীর সম্ভাবনা জাগে বাংলাদেশের, জাগে আরও বড় স্কোরের আশাও।

তবে আফিফের দেখানো সফট ডিসমিসালের পথেই হাঁটেন ক্রিজে জমে যাওয়া নাজমুল শান্ত ও মেহেদী হাসান। ৩৪ বলে ৪০ রান করা নাজমুল শান্ত ফিরে যান শাদাব খানের শিকার হয়ে। আর মাহমুদউল্লাহ ফিরে যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। তাই ১২ ওভারে ৮০’এর ঘরে রান তুলে ফেলা বাংলাদেশ হারায় কাঙ্ক্ষিত ছন্দ। দ্রুত উইকেট পতনের ধাক্কা সামনে পাকিস্তানের সামনে চ্যালেঞ্জিং টার্গেট দেয়ার দায়িত্বে ক্রিজে থাকা নুরুল হাসান সোহান কতদূর কী করতে পারেন সেটাই এখন দেখার বিষয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply