রাজবাড়িতে তিনটি মাছ বিক্রি হলো ১ লক্ষ টাকায়

|

রাজবাড়ী প্রতি‌নিধি:

রাজবাড়ি জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর চরভদ্রাসন ও চরকর্নেশনা এলাকায় ধরা প‌ড়‌ছে বিলুপ্তপ্রায় ৫ কে‌জি ২শ গ্রাম ওজনের একটি ঢাই মাছ, ৪২ কে‌জি ওজনের একটি বাঘাইড় ও ১০ কে‌জি ওজ‌নের একটি কোড়াল মাছ।

শ‌নিবার (২০ নভেম্বর) সকা‌লে মাছগু‌লো বিকাশ ও র‌ফিক না‌মে পৃথক দুই জে‌লের জা‌লে ধরা প‌ড়ে।

মাছগু‌লো দৌলত‌দিয়ায় বিক্রি কর‌তে আনলে ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ঢাই মাছ‌টি ২ হাজার ৮শ টাকা কে‌জি দ‌রে মোট ১৪ হাজার ৫৬০ টাকায়, বাঘাইড় ১ হাজার ৫শ টাকা কে‌জি দরে মোট ৬৩ হাজার টাকায় ও কোড়াল ১ হাজার ৩শ টাকা কে‌জি দরে মোট ১৩ হাজার টাকায় কি‌নে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, বিকাশ হলদা‌রের জা‌লে ধরা পড়া ঢাই ও কোড়াল এবং র‌ফিক হলদা‌রের জা‌লে ধরা পড়া বাঘাইড় মাছ তিনটি কি‌নে কাচপু‌রের মদনপু‌রের এক ব্যবসায়ীর নিকট বি‌ক্রি ক‌রে‌ছি। এখন নদী‌তে অ‌নেক বড় বড় মাছ ধরা পড়‌ছে। অল্প সম‌য়ের ম‌ধ্যে সেই মাছগু‌লো বি‌ক্রি হ‌য়ে যা‌চ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply