নেদারল্যান্ডসের রটারডাম শহরে লকডাউনের বিরুদ্ধে সহিংস প্রতিবাদে নেমেছেন সেখানকার বাসিন্দারা। এ সময় পুলিশের গুলিতে অন্তত দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসি’র।
গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) রাতে বিক্ষোভকারীরা লকডাউনের বিরুদ্ধে রটারডামের রাস্তায় নামলে পুলিশ তাদের বাধা দিলে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারসেল ব্যবহার করে। এতে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছোঁড়েন।
উল্লেখ্য, করোনা মোকাবেলায় রটারডামে জরুরি আইন জারি করেছে পুলিশ। এ আইনের আওতায় শহরটিতে গণপরিবহন বন্ধ রয়েছে। এছাড়া সাধারণ লোকজনকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কেউ যাতে নির্দেশ অমান্য না করে, সেজন্য পুলিশ শহরের বিভিন্ন স্থানে পুলিশ টহল দিচ্ছে বক্লে জানা গেছে।
Leave a reply